মানা গ্রাম, বদ্রীনাথ
বদ্রীনাথ
যারা গিয়েছেন তারা সবাই মানা গ্রামে অবশ্যই গিয়েছেন । বদ্রীনাথ থেকে মানা
গ্রাম ৩ কিমি । চামোলী জেলার এই গ্রামটি ভারতের শেষ গ্রাম এবং ৩২০০ মি
উঁচু । এখান থেকে ২৪ কিমি দূরেই মানা পাস, যেটা ভারত আর চিনের বর্ডার ।
সাধারণের সেখানে যেতে মানা, সেনাবাহিনীর ছাড়পত্র ছাড়া সেখানে যাওয়া যায় না ।
বদ্রীনাথ থেকে মানা যাবার রাস্তার দুধারের নৈসর্গিক দৃশ্য ভীষণ সুন্দর ।
সরস্বতী নদীর তীরে মানা গ্রামটি খুব শান্ত নিরিবিলি । আমি যখন গিয়েছিলাম
তখন গ্রামের মেয়েরা ঢেকিতে মশলা গুড়ো করছে দেখলাম । ক্ষেতে দেখলাম বাধাকপি
ফলে আছে । শিশুরা বাড়ীতে বসে পড়াশুনা করছে । গ্রামের মানুষরাও দেখলাম খুবই
ভদ্র । মহাভারতে মানা গ্রামের উল্লেখ আছে । পঞ্চপান্ডব দ্রৌপদীসহ
মহাপ্রস্থানের পথে এখান দিয়েই গিয়েছিলেন । এখান থেকে দু ঘন্টার ট্রেক পথে
যাওয়া যায় বসুধারা জলপ্রপাতে । কথিত আছে মহাপ্রস্থানের পথে পান্ডবরা এই
জলপ্রপাতের v বিশ্রাম নিয়েছিলেন । এখানে গেলে ভীমপুল দেখে নিতে ভুলবেন না ।
মহাভারতে আছে পঞ্চপান্ডব এই রাস্তা দিয়ে স্বর্গে যাবার সময় পাঁচ পান্ডবই
সরস্বতী নদী পেরিয়ে গেলেন কিন্তু দ্রৌপদী পেরোতে পারলেন না, তখন ভীম একখন্ড
বিশাল পাথর দিয়ে একটি সেতু তৈরী করে দিলেন আর দ্রৌপদী অনায়াসে সেই নদী
পেরিয়ে গেলেন । এই বিশাল পাথরখন্ডটি দেখলে আপনি নিশ্চয়ই চমৎকৃত হবেন । এ পথ
মহাভারতে বর্ণিত মহাপ্রস্থানের পথ, তাই এ পথ এত সুন্দর । এ পথ দেবতাদের
চলার পথ, তাই এ পথ এত পবিত্র । এ পথ চলতে চলতে বারেবারে প্রণাম জানাই সেই
দেবতাদের, আর প্রণাম জানাই প্রকৃতিকে
![]() |
0 মন্তব্যসমূহ